বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
03 Dec 2024 11:13 pm
৭১ভিশন ডেস্ক:- প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।বুধবার (৬ নভেম্বর) ফোন করে তিনি এ অভিনন্দন জানান বলে হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে জানানো হয়।
ওই বিবৃতিতে বলা হয়, বাইডেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি হোয়াইট হাউসে সাক্ষাতের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন।
বাইডেন নির্বাচনের ফল ও ক্ষমতা হস্তান্তর নিয়ে বৃহস্পতিবার জাতির সামনে ভাষণ দেবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে প্রেসিডেন্ট পদে হেরে যাওয়া কমলা হ্যারিসের সঙ্গেও কথা বলেছেন বাইডেন। নির্বাচনে ‘ঐতিহাসিক প্রচারের’ জন্য তিনি নিজ দলের এই প্রার্থীকে অভিনন্দন জানান।
রেকর্ড গড়ে ফের হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে ৫৩৮টির মধ্যে ইলেকটোরাল কলেজের ২৭০টি ভোট দরকার পড়ে। সেই ম্যাজিক ফিগার ছাড়িয়ে ২৯৪ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প।
অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৪ ইলেকটোরাল কলেজ ভোট। এমন বিজয়ে ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।