শনিবার, ০২ নভেম্বর, ২০২৪
23 Dec 2024 09:11 pm
সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. ফরহাদ হোসেন আজাদকে পঞ্চগড়ের বোদায় বোদা প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকালে প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় ও সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের ব্যক্তিগত ভাবে কোন দলের পক্ষে পছন্দ বা সমর্থন থাকতে পারে তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা থাকতে হবে।।তিনি দেশ,জনগণ ও এলাকার উন্নয়নে নিরপেক্ষ ভ‚মিকা রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রতি আহবান জানান।।
সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোদা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুস সামাদ তারা,দিলরেজা ফেরদৌস চিম্ময় ও আসাদুল্লাহ আসাদ।প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, উপদেষ্টা আমির খসরু লাবলু।
আলোচনা শেষে সভায় বিটিভির পঞ্চগড় জেলা প্রতিনিধি মো. আমির খসরু লাবলু কে সভাপতি ও এলাহী কুদরত-ই-আমিন সাগর কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট বোদা প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও ২১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিকী সাধারণ পরিষদ এর নাম ঘোষণা করা হয়।
একই সভায় বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সামাদ তারা, দিলরেজা ফেরদৌস চিম্ময় ও আসাদুল্লাহ আসাদ কে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট বোদা প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।সংবর্ধনা সভায় বোদা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
মো.সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়