শনিবার, ০২ নভেম্বর, ২০২৪
11 Jan 2025 12:20 am
প্রেস বিজ্ঞপ্তি:-শুক্রবার বিকেলে বগুড়া শহরের ধরমপুর খেলার মাঠে ক্রাউন সিমেন্ট ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।৩য় বারের মত ধরমপুর তরুণ সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ফাহিম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী রাশেদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া পৌরসভার ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন রাজু।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বগুড়ার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ফিরোজ আহমেদ বাবু'র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া হাসান জুয়েলার্সের সত্ত্বাধিকারী মেহেদী হাসান,বগুড়া অলোকা নার্সিং হোম এন্ড অনকোলজি সেন্টারের ব্যবস্থাপক ইসলাম হোসেন টুটুল,ক্রাউন সিমেন্টের ম্যানেজার সেলস এন্ড মাকেটিং রাকিবুল হাসান রাকিব।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বগুড়ার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু ও দিগন্ত আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এজাজ আহমেদ আসলামের আহবানে এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।উদ্বোধনী খেলায় অংশ নেয় সিজান একাদশ বনাম অলোকা নার্সিং হোম এন্ড অনকোলজি সেন্টার।
বার্তা প্রেরক,ফিরোজ আহমেদ বাবু,আহবায়ক,টুর্নামেন্ট পরিচালনা কমিটি,ধরমপুর তরুণ সংঘ,বগুড়া।