শনিবার, ০২ নভেম্বর, ২০২৪
22 Dec 2024 05:57 pm
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি:-বগুড়ার আদমদীঘিতে মাদক বিক্রি করার অপরাধে তিন জন মাদক বিক্রেতাকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও ১০০ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন।সান্তাহার সার্কেলের মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আসলাম মন্ডল জানান, বৃহস্পতিবার বিকেলে আদমদীঘির সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে মাদক কেনাবেচা করা হচ্ছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রাম থেকে মাদকসহ দুই জন এবং উপজেলার ডহরপুর গ্রাম থেকে একজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দমদমা গ্রামের জাফের আলীর ছেলে রকি হোসেন (২৮) কে ছয় মাস, একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন (৩২) কে দুই মাস এবং ডহরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল হামিদ (৩৫) কে ১৫ দিনের কারাদন্ড ও ১০০ করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি