শনিবার, ০২ নভেম্বর, ২০২৪
30 Dec 2024 12:56 am
নিজস্ব প্রতিবেদকঃ- স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন গড়ে তোলা শরিক দলগুলোর ছয় শীর্ষ নেতাকে বিএনপির সহযোগিতা করার চিঠি নিয়ে নানা জল্পনা কল্পনার জন্ম দিচ্ছে।এ চিঠি নিয়ে নানা অপপ্রচার ও বিক্ষুব্ধ আলোচনার ডালপালা মেলেছে সংশ্লিষ্ট আসনগুলোতে।চিঠি পাওয়া নেতাদের সমর্থকদের বিশ্বাস ত্রয়োদশ নির্বাচনে এ আসনগুলোতে তাদেরকেই নমিনেশন পেপার দেয়া হয়েছে।এ নিয়ে তাদের নেতা কর্মি ও সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ-উল্লাস প্রকাশ করছে।
এবিষয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল গণমাধ্যমকে বলেন,বিএনপি সহযোগিতার জন্য যে চিঠি দিয়েছে, এ চিঠিতে কোথাও বলা হয়নি, এটি নির্বাচনের নমিনেশন পেপার বা আসন দেয়া হবে।
একই দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব ও মুখপাত্র রুহুল কবির রিজভী।তিনি বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা যাতে তাদের সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন,সেজন্য বিএনপির জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে বলে দেয়া হয়েছে। কারো সঙ্গে যেন মনোমালিন্য না হয়ে৷ সেই লক্ষ্যে এ চিঠি দেয়া হয়েছে।এটি তো নির্বাচনের মনোনয়ন নয়। সুতরাং এটা নিয়ে ভুল বোঝাবুঝির সুযোগ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে,বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদলগুলো সংশ্লিষ্ট এলাকাগুলোতে যেন সুষ্ঠভাবে সভা-সমাবেশ করতে পারে।আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা দোসররা কিংবা অন্য কেউ যেন তাদের ঝামেলা সৃষ্টি করতে না পারে সেজন্যই বিএনপিকে সহযোগিতা করার জন্য এ চিঠি দেয়া হয়েছে।অথচ, চিঠি পাওয়া এসব নেতাদের সমর্থকরা এ চিঠিকেই নমিনেশন পেপার বলে অপপ্রচার চালাচ্ছে।মুলত এটা নির্বাচনী কোন মনোনয়ন নয়।
এ বিষয়ে বিএনপির স্হায়ী কমিটির সদস্যরা বলেন,দেশনায়ক তারেক রহমানের ঘোষনা অনুযায়ী বিএনপি ৩০০ আসনেই এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে৷তবে নির্বাচন পরবর্তী সব শরিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।
এদিকে,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আগেই বলেছেন,আগামী জাতীয় সংসদ নির্বচনে বিএনপি ৩০০ আসনে একক প্রার্থী দিবে জোটবদ্ধ নির্বাচন করবে না,মহান আল্লাহর ইচ্ছায় বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচার সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর প্রার্থীরা কেউ নির্বাচিত হতে না পারলেও সবাই কে নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠন করবে এবং সংসদের উচ্চকক্ষ গঠন করা হবে।
শরিকদলগুলোর শীর্ষ নেতাদের দেয়া এ সহযোগিতার চিঠি তাদের দলের নেতা-কর্মী বিএনপির মনোনয়ন হিসেবে প্রচার করে জনসাধারনকে বিভ্রান্ত করার প্রবণতা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লক্ষ্য করা যাচ্ছে।তবে এমন অপপ্রচার নিছকই গুজব ও বিভ্রান্তিকর বলে মনে করেন বিএনপির দায়িত্বশীল একাধিক কেন্দ্রীয় নেতা।
সহযোগীতার চিঠি পেয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।এ চিঠি পাওয়ার পর থেকে তার কিছু সমর্থক এটা বিএনপির মনোনয়ন বলে চালিয়ে দিচ্ছেন।এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।তবে বিএনপির কেন্দ্রীয় গুরত্বপূর্ণ নেতারা এমন অপপ্রচারকে বিভ্রান্তিকর বলে জানিয়েছেন।এসব আসনে তাদের জনসমর্থন কম হওয়ায় তাদের সভা-সমাবেশে আওয়ামী লীগ বা তাদের দোসররা যেন তাদের উপর প্রভাব খাঁটাতে না পারেন, সেজন্য স্হানীয় বিএনপিকে সহযোগিতা করার কথা বলা হয়েছে।
অপরদিকে,পহেলা নভেম্বর শুক্রবার বিকেলে শিবগঞ্জের চালুন্জা কালিতলা স্কুল মাঠে নাগরিক ঐক্যর বিজয় সমাবেশে মাহমুদুর রহমান মান্না তার বক্তব্য বিএনপির থেকে নমিনেশন নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট করবেন, একথা একবারের জন্যই বলেননি এবং সভায় স্থানীয় ও উপজেলা বিএনপির কোন নেতাকর্মীকেও দেখা যায়নি।
রবিউল ইসলাম রবি,শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি