বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
21 Dec 2024 09:09 pm
৭১ভিশন ডেস্ক:- দেশের সবচেয়ে বড় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের নতুন চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) হিসেবে নিয়োগ পেলেন তানভীর মোহাম্মদ, যিনি আগামী ১ নভেম্বর, ২০২৪ থেকে দায়িত্ব পালন করবেন। গ্রামীণফোনের ব্যবস্থাপনা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।
তানভীর মোহাম্মদ টেলিযোগাযোগ খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ পেশাজীবী। তিনি গ্রামীণফোন ও টেলিনর গ্রুপের বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়িক পরিবেশের নানা আঙ্গিক, প্রযুক্তিগত সমন্বয়, নিয়ন্ত্রক কর্মকাঠামো, জলবায়ু ও টেকসই উদ্যোগ, একীভূতকরণ ও অধিগ্রহণ, ব্যবসায়িক উন্নয়ন ও অবকাঠামোগত বিষয়ে তানভীরের রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা।
এই পদে যোগদানের আগে তানভীর টেলিনর গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) এবং হেড অব এশিয়া ইন্টিগ্রেশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে টেলিনর ইন্ডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসারসহ (সিটিও) টেলিনরের অন্যান্য ব্যবসায়িক ইউনিটের নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
তানভীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং ফ্রান্স ও সিঙ্গাপুরের ইনসিয়াড থেকে লিডারশিপ, এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট ও বিজনেসের ওপর বেশ কয়েকটি সম্মানজনক কোর্স সম্পন্ন করেছেন তিনি।
নতুন চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসারকে (সিসিএও) অভিনন্দন জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “তানভীরকে পুনরায় গ্রামীণফোনে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। গ্রামীণফোনসহ টেলিনরের বিভিন্ন ব্যবসায়িক ইউনিটে ইতিপূর্বে নেতৃত্বস্থানীয় পদে কাজের অভিজ্ঞতা রয়েছে তানভীরের; সমৃদ্ধ স্থানীয় ও আন্তর্জাতিক অভিজ্ঞতা ও পারদর্শিতা নিয়ে এখানে আসছেন তিনি। তানভীরের ক্যারিয়ার যাত্রায় মেধাবীদের গড়ে তোলা, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে তাদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়া এবং তাদের নেতৃত্বের পথ প্রসারিত করতে গ্রামীণফোনের চলমান প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে। টেলিযোগাযোগ খাতে তানভীরের বিশদ অভিজ্ঞতা এবং প্রমিত নেতৃত্ব আমাদের চলমান উদ্ভাবন ও অগ্রগতির যাত্রাকে আরও শক্তিশালী করেছে। সার্বিক ব্যবসায়িক পরিবেশ, প্রযুক্তিগত সমন্বয় এবং নিয়ন্ত্রক কর্মকাঠামো সম্পর্কে তার অভিজ্ঞতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি আমাদের গ্রাহক ও অংশীজনদের জন্য মানসম্পন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করতে এবং সংযোগের মাধ্যমে সমাজের ক্ষমতায়নে আমাদের লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।”
গ্রামীণফোনে পুনরায় যোগ দিতে পেরে নিজেও সন্তুষ্টি প্রকাশ করেন তানভীর মোহাম্মদ । তিনি বলেন, “গ্রামীণফোনে ফিরে আসতে পেরে আমি অত্যন্ত খুশি ও গর্বিত। বিগত দশ বছর ধরে বিদেশে কাজ করলেও আমি সবসময় গ্রামীণফোনের সাফল্যের দিকে নজর রেখেছি এবং এর প্রতিটি অর্জনে গর্ববোধ করেছি। গ্রামীণফোন গড়েই উঠেছে বিজয়ী মনোভাব ও দৃঢ় মূল্যবোধের ওপর ভিত্তি করে, যেখানে তারুণ্যদীপ্ত কর্মীদল ও মেধাবী নেতৃত্ব মিলে আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যত নির্মাণে কাজ করে যাচ্ছে। আমি এই অসাধারণ দলের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গ্রামীণফোন তথা সমাজের জন্য কাজ করতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।”