বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
10 Jan 2025 08:48 pm
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরের নবাবগঞ্জে দেখা যায় সংখ্যালঘুরা সারা দেশে নানাভাবে নির্যাতনের শিকার তার ব্যতিক্রম ঘটেছে নবাবগঞ্জের ২ নং বিনোদনগর ইউনিয়নের পূর্ব জয়দেবপুর (হাতিমাড়া) গ্রামে এক হিন্দী সম্প্রদায়ের পরিবার কে আদিবাসী সম্প্রদায়ের প্রায় ৭-৮ জন মিলে তাদের জমি দখল চেষ্টা করে লাগানো সব গাছ তুলে নিয়ে যায় এবং বাড়িতে হামলার চেষ্টা করে পরে নিরুপায় হয়ে নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন হিন্দু সম্প্রদায়ের শ্রী সুভাষ চন্দ্র সরকার।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে নবাবগঞ্জের ২ নং বিনোদনগর ইউনিয়নের পূর্ব জয়দেবপুর (হাতিমারা) গ্রামে শ্রী সুভাষ চন্দ্র সরকারের বাড়িতে গত ২৫ তারিখে ওখানকার আদিবাসী সম্প্রদায়ের শ্রীমন টুডু সহ আরো প্রায় ৭ জন তাদের ক্রয়কৃত জমিতে দেশিও অস্ত্র লাঠি লোহার রড ও হাসুয়া বাঁশের লাঠি নিয়ে হামলা চালায় ও তাদের বাড়ির পিছনে লাগা বিভিন্ন প্রজাতির ফলের প্রায় ৩০-৪০ টি গাছ কেটে নষ্ট করে এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। তা ছাড়া তার বাড়িতে লাঠি ও ইট দিয়ে ভাংচুর এর চেষ্টা করে।যা বাহিরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেছে সব দেখা যায়। এবং ওই এলাকায় শুধু একটিই হিন্দু সম্প্রদায়ের পরিবার থাকায় এবং আদিবাসী সম্প্রদায় লোকজন বেশি থাকায় তারা তাদের সাথে পেরিয়ে উঠতে পারেনা।এমন অবস্থায় তাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন হুমকি দেয় এখন নিরুপায় হয়ে শ্রী সুভাষ চন্দ্র বাদী হয়ে নবাবগঞ্জ থানায় এসে অভিযোগ দায়ের করেন তিনি।
এ বিষয়ে অভিযোগকারী শ্রী সুভাষ চন্দ্র জানান, এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলমান আমরা রায় ও পেয়েছি তারপরও তারা লোকজন বেশি হওয়ায় তাদের সাথে আমরা পারিনা সেই সুযোগে তারা গত ২৫ তারিখে লোকজন নিয়ে আমার জমিতে ও বসত বাড়িতে হামলা ও ভাংচুর চালায় এবং আমাদের বাহিরে একায় পেলে প্রানে মেরে ফেলার হুমকি দেন এমন অবস্থায় আমি থানায় অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ ওয়াদুদ জানান, ইতিমধ্যেই আমি অভিযোগ পেয়েছি এবং সেখানে পুলিশ গিয়েছিলো তদন্ত চলছে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।