বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
21 Dec 2024 02:54 pm
৭১ভিশন ডেস্ক:- ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৪: তরুণের প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নতুন স্মার্টফোন ইনফিনিক্স হট ৫০ বাজারে এনেছে।উন্নত ফিচার-সমৃদ্ধ হট ৫০ সিরিজের এই গেমিং ফোনটি সাশ্রয়ী মূল্যে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে।বাজেট সেগমেন্ট তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের এটি একটি অন্যতম চাহিদা।
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং রেজুলেশন ১০৮০x২৪৬০ পিক্সেল। এই ফিচার উন্নত ভিজ্যুয়াল ও স্পষ্ট দেখার অভিজ্ঞতা দেবে।যা প্রতিদিনের কাজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং গেমিংসহ সব কাজের জন্য আদর্শ।
ইনফিনিক্স হট ৫০-তে ৬ ন্যানোমিটার প্রযুক্তির মিডিয়াটেক হেলিও জি১০০ চিপসেট রয়েছে। এটি স্মার্টফোনটির কার্যকারিতা এবং পারফরম্যান্সকে আরও শক্তিশালী করেছে। এই চিপের আর্কিটেকচার ২টি ২.২ জিএইচজেড কর্টেক্স-এ৭৬ এবং ৬টি ২.০ জিএইচজেড কর্টেএক্স-এ৫৫ কোরের সমন্বয়ে গঠিত। এই কোরগুলো ব্রাউজিং, স্ট্রিমিং, এবং গেমিংয়ের সময় ব্যবহারকারীদের মসৃণ অভিজ্ঞতা দেয়।
ইনফিনিক্স হট ৫০-এ রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ, এবং গ্রাফিক্সের জন্য ব্যবহার করা হয়েছে মালি-জি৫৭ এমসি২ জিপিইউ।এই ফিচারগুলো একসঙ্গে সকল অ্যাপ্লিকেশনে দ্রুত লোড টাইম এবং কার্যকর মাল্টিটাস্কিং নিশ্চিত করে।
স্মার্টফোনটিতে পাওয়ার সেভিং, ব্যালান্সড এবং পারফরম্যান্স মোড নিয়ন্ত্রণের জন্য ইনফিনিক্সের এক্সবুস্ট প্রযুক্তি রয়েছে, যা ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী মোড পরিবর্তনের সুবিধা দেয়। পাশাপাশি, হট ৫০-এর ডারউইন ইঞ্জিন অ্যাপ ফ্লোটিং উইন্ডো, মেমরি ক্লিনিং এবং কল রিজেকশনসহ বিভিন্ন ফিচারকে শক্তি যোগায়, যা জরুরি কাজ ও গেমিংয়ের সময় মাল্টিটাস্কিং স্মুথ করে।
ফটোগ্রাফি প্রেমীদের জন্য ইনফিনিক্স হট ৫০-তে একটি ডুয়াল-ক্যামেরা সিস্টেম রয়েছে, যার প্রধান সেন্সর ৫০ মেগাপিক্সেল; যা দিয়ে স্পষ্ট এবং ঝকঝকে ছবি তোলা যায়। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেলফি এবং ভিডিও কলের জন্য নিখুঁত ছবি নিশ্চিত করে।
ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ এবং এক্সওএস ১৪.৫ দ্বারা চালিত। পাশাপাশি এতে কাস্টমাইজেশনের সুযোগও রয়েছে, যা ব্যবহারকারীদের নিজেদের মত করে ডিভাইসটি সাজানোর সুবিধা দেয়।
ইনফিনিক্স হট ৫০-তে রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যাতে রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। একবার চার্জ করলে ফোনটি সারাদিনের ব্যবহারেও ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করে। এটি স্লিক ব্ল্যাক, সেজ গ্রিন এবং টাইটানিয়াম গ্রে—এই তিনটি আকর্ষণীয় রঙে বাজারে পাওয়া যাচ্ছে।
স্মার্টফোনটির মূল্য মাত্র ১৬,৯৯৯ টাকা, যা বাংলাদেশের আধুনিক স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি সাশ্রয়ী ও শক্তিশালী ডিভাইস।
ইনফিনিক্স:
ইনফিনিক্স মোবিলিটি একটি উদীয়মান প্রযুক্তি ব্র্যান্ড। ২০১৩ সালে প্রতিষ্ঠিত ইনফিনিক্স ব্র্যান্ডের আওতায় বিশ্বজুড়ে অনেক ধরনের ডিভাইস ডিজাইন, প্রস্তুত ও বাজারজাত করে থাকে কোম্পানিটি। আজকের তরুণদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির মোবাইল ডিভাইস প্রস্তুত করা তাদের মূল লক্ষ্য। এই ফোনগুলোর মূল বৈশিষ্ট্য চমৎকার স্টাইল, পাওয়ার ও পারফরম্যান্স। ইনফিনিক্সের ট্রেন্ডি ডিভাইসগুলো ব্যবহারকারীর প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়।
“ভবিষ্যৎ আমাদের হাতের মুঠোয় (দ্য ফিউচার ইজ নাও)” মূলমন্ত্র নিয়ে ইনফিনিক্স আজকের তরুণদের স্বকীয়তা তুলে ধরার জন্য অনুপ্রাণিত করতে চায়।
আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ৮টি অঞ্চলের ৭০টির বেশি দেশে এই কোম্পানির পণ্য বিক্রি করা হয়। ২০২৩ সালের এপ্রিল মাস পর্যন্ত ইনফিনিক্সের মরক্কোতে একটি কনসেপ্ট স্টোর, এর বাইরে ৭৪টি অনুমোদিত স্টোর (৩০% ইয়ার-অন-ইয়ার বৃদ্ধি) এবং সারা পৃথিবী জুড়ে ৪৬,৭০০টি রিটেইল স্টোর আছে। ইনফিনিক্সের একটি শক্তিশালী বৈশ্বিক ফ্যানবেইজ তৈরি হয়েছে। নতুন পণ্য ও প্রযুক্তি দ্রুত ফ্যানদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এবং এক্সওএস ফ্যান এডিশন টেস্ট করার জন্য নিয়মিত অফলাইন অনুষ্ঠানের আয়োজন করে থাকে কোম্পানিটি।
আরও জানার জন্য ভিজিট করুন: http://www.infinixmobility.com/