বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
22 Jan 2025 11:01 am
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন ছাত্র-জনতার অর্জিত বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে।প্রচন্ড বিপ্লবের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়েছে।আর জামায়াত নেতারা পালায়না। তারা দেশকে ভালবেসেছে বলেই বিগত সরকারের ফাঁসি কে হাসি মুখে মেনে নিয়ে দেশের মাটিতে শুয়ে আছে।
বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।এই সরকার জনগণের আশা আকাক্ষার প্রতিফলন ও সংস্কার কাজ দ্রুত শেষ করবে। নির্বাচনের জন্য যাচাই বাছাই কমিটি সুন্দর মানুষদের খুঁজে বের করে দায়িত্ব দিবে।তিনি বুধবার বগুড়ার শাহওয়ালীউল্লাহ মিলনায়তনে বগুড়া জেলা জামায়াতের দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে বক্তব্য দান কলে এ কথা বলেন।
তারবিয়াত সেক্রেটারী মাওলানা মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা শিবিরে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নব নির্বাচিত আমীর অধ্যক্ষ মাও:আব্দুল হক সরকার, পূর্ব জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেত, পশ্চিম জেলা সেক্রেটারী মুঞ্জুুরুল ইসলাম রাজু, আব্দুল মমিন,হাফেজ আব্দুন নুর, মতিউর রহমান, মিজানুর রহমান,মাওলানা মোফাজ্জল হক প্রমুখ।
অধ্যক্ষ শাহাবুদ্দিন আরো বলেন দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির লক্ষে সবাইকে কুরআনের সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। আর কুরআনের সমাজ প্রতিষ্ঠা হলেই দেশ কল্যাণ রাস্ট্রে পরিণত হবে।