বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
09 Jan 2025 01:56 am
৭১ভিশন ডেস্ক:- ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের নারী ফুটবলাররা।টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল।
সাবিনা খাতুনদের এমন সাফল্যে আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে পুরো বাংলাদেশ। নেপাল থেকে বিজয়ের সুসংবাদ আসার সঙ্গে সঙ্গেই বিজয়ীনীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: নূর আলম-এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার সাফ বিজয়ী বীর নারী ফুটবলাররা দেশে ফেরার পর তাদেরকে সংবর্ধনা জানাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
জানা গেছে,দুপুর আড়াইটার দিকে সাফ বিজয়ী নারী ফুটবলাররা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবেন।এখানে তাদেরকে ফুল দিয়ে বরণ করবেন বাফুফে কর্মকর্তারা।এরপর তাদেরকে ছাদখোলা বাসে করে নিয়ে আসা হবে মতিঝিলস্থ বাফুফে ভবনে।সেখানে আনুমানিক বিকাল ৫টার দিকে নারী ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।