বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
21 Dec 2024 02:56 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দূর্নীতি দমন কমিশন কর্তৃক সরবরাহ মাধ্যমিক পর্যায়ের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত হোসেন।
কাহালু উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক পি এম মাকছুদুর রহমান মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, দূর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সদস্য প্রভাষক ওয়াহেদুজ্জামান চন্দন, সদস্য ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ কর্তৃক ৩ বারের স্বর্ন ও রৌপ্য পদকপ্রাপ্ত বিশিষ্ট মৎস্যচাষী ও কাহালু বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারের স্বত্ত¡াধিকার আলহাজ্ব শফিকুল ইসলাম সহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্কাউটস এর ছাত্র/ছাত্রীবৃন্দ।