বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
07 Jan 2025 08:36 am
সঞ্জু রায়,বগুড়া:- আন্তর্জাতিক কণ্যা শিশু দিবস উপলক্ষে বগুড়ায় মঙ্গলবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমী কার্যালয়ে বগুড়া জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে ১ ঘন্টার প্রতিকী দায়িত্ব পালন করেছে এনসিটিএফ বগুড়ার সাংগঠনিক সম্পাদক শিক্ষার্থী মৌমিতা আক্তার।
প্লান ইন্টারন্যাশলান ও ইয়েস বাংলাদেশের সহযোগিতায় জাতীয়ভাবে কাজ করা শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্স (এনসিটিএফ) প্রতিবছরের ন্যায় ব্যতিক্রমী এই আয়োজন করে।
‘গার্লস টেকওভার’ শীর্ষক এই কর্মসূচিতে বগুড়ায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলীর নিকট থেকে মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে ১ ঘন্টার জন্যে প্রতীকি দায়িত্ব বুঝে নেন কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী মৌমিতা আক্তার। এসময় জেলার সকল শিশুর পক্ষে মৌমিতা জেলা শিশু বিষয়ক কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং ১ ঘন্টার জন্যে হলেও সিদ্ধান্ত গ্রহণের আসনে বসার সুযোগ দেওয়ার জন্যে সে শিশু বিষয়ক কর্মকর্তাকে ধন্যবাদ জানান। এ সময় শিশু বিষয়ক কর্মকর্তা তার নিজ চেয়ার ছেড়ে দিয়ে মৌমিতাকে তার আসনে বসতে দেন এবং তিনি নিজে পাশে চেয়ার নিয়ে তাকে তার জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার লক্ষ্যে অনুপ্রাণিত করেন।
প্রতীকি দায়িত্ব পালনকালে শিক্ষার্থী মৌমিতা জেলার শিশু অধিকার সম্পর্কিত কার্যক্রমের তদারকি করেন। একই সাথে শিশু একাডেমীতে চলমান কার্যক্রমের খোঁজখবর নেন এবং শিশু বান্ধব পরিবেশে সকল ইতিবাচক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে তিনি সকলকে আহ্বান জানান।
এসময় মৌমিতা বলেন, জেলার শিশু সম্পর্কিত সকল কাজের জন্যেই শিশু বিষয়ক কর্মকর্তা তাই যেকোন প্রয়োজনে শিশুদের সর্বোচ্চ স্বার্থরক্ষায় এই অফিসের দরজা সর্বদা খোলা। প্রতীকি শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে শিশু অধিকার বাস্তবায়নে কাজ করার উদ্বার্ত আহ্বান জানান। একই সাথে পরিবার থেকে শুরু করে সমাজের সকলকে তিনি শিশুদের সুষ্ঠুভাবে বেড়ে উঠার পরিবেশ নিশ্চিত করে দেয়ার লক্ষ্যে ভূমিকা রাখার অনুরোধ জানান।
প্রতীকি দায়িত্বের ১ ঘন্টা পর শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব বুঝে নিয়ে শাহ মো: ইসাহাক আলী অত্যন্ত প্রশান্তির সাথে বলেন,বাংলাদেশ শিশু একাডেমীর হাত ধরে যাত্রা শুরু করা এনসিটিএফ এর প্রতি বছর গার্লস টেকওভার কার্যক্রম সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।যার মাধ্যমে কণ্যা শিশুরা ভবিষ্যতে দায়িত্বশীল বিভিন্ন স্থানে আসীন হওয়ার স্বপ্ন দেখে এবং নিজেদের চিন্তা চেতনায় আমূল ইতিবাচক পরিবর্তন আনার প্রয়াস করে।তিনি পৃথিবীর সকল কণ্যা শিশুর জন্যে শুভ কামনা জানিয়ে শিশু অধিকার বাস্তবায়নে বগুড়ায় সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।
ইয়েস বাংলাদেশের জেলা ভলেন্টিয়ার হাবিবা নাসরিনের
সার্বিক ব্যবস্থাপনায় উক্ত কর্মসূচিতে এসময় আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ বগুড়ার সভাপতি নাফিজ মন্ডল, সাধারণ সম্পাদক মালিহা ইসলাম, শিশু গবেষক জায়মা আলম মারিয়াম, শিশু সাংবাদিক মেহেরুন্নেসা লামিয়া প্রমুখ।