বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
23 Dec 2024 02:39 am
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর ২০২৪) বিকালে ডামুড্যা উপজেলা যুবদলের উদ্যোগে ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার প্রাঙ্গণে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে মিছিল এসে বিপুল সংখ্যক দলীয় নেতৃবৃন্দ মিলিত হয়। আলোচনা শেষে আনন্দমুখর পরিবেশে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।
ডামুড্যা উপজেলা যুবদলের সভাপতি ও সাবেক ভাইস-চেয়ারম্যান উজ্জ্বল সিকদারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদীর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মধু মীর, মজিবর মৃধা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শাহাদাত হোসেন,পৌরসভার সাবেক মেয়র প্রার্থী আলমগীর হোসেন মাদবর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।