বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
23 Dec 2024 08:07 am
রাকিবুর রহমান রকিব,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের সরাইল উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে সরাইল উপজেলা নবীন দলের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়।আজ মঙ্গলবার আনন্দ মিছিলটি উচালিয়াপাড়ার মোড় থেকে শুরু হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এড. নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী,সরাইল সদর বিএনপির সভাপতি মো. কাজল মিয়া, সরাইল সদর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া,আনন্দ মিছিল শেষে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,নবগঠিত সরাইল উপজেলা জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি অনিক হোসেন মৃধা,সভা সঞ্চালনা করেন,নবীন দলের সাধারণ সম্পাদক মো.সিরাজুল ইসলাম সানি, নবীন দলের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম রানা, নবীন দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, ছাত্রদল,যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত,গত ২১ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল সরাইল উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটিতে অনিক হোসেন মৃধা, সভাপতি এবং মো. সিরাজুল ইসলাম সানিকে সাধারণ সম্পাদক করে ৭১ বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।