মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
07 Jan 2025 07:17 am
উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে:-নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি আলেক, সম্পাদক পলাশ। নড়াইলে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক পদে মোজাহিদুর রহমান পলাশ ও সাংগঠনিক সম্পাদক পদে মো. কামরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে ফলাফল ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু।
এর আগে, এদিন সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ শুরু হয় যা বিরতিহীন ভাবে চলে দুপুর আড়াইটা পর্যন্তু। সম্মেলনে ৭৮১ জন ভোটারের মধ্যে ৭৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত এই তিন জন খুব দ্রুত ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবেন। সদর উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে তিনজন, ও সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, বিগত ২০০৮ সালে সম্মেলনের মাধ্যমে সর্বশেষ সদর উপজেলা বিএনপির কমিটি গঠিত হয়। এরপর ২০২১ সালের ১৮ মে সম্মেলন ছাড়াই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।