মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
22 Dec 2024 11:37 am
প্রেস বিজ্ঞপ্তি:- ট্রেন মিস করায় গত শনিবার মধ্যরাত সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রীরা বুকিং সহকারী গিয়াস উদ্দিনকে কাউন্টারে প্রবেশ করে নির্যাতন করে এবং ভাঙচুর চালায়।শনিবার সন্ধ্যা ৭ টায় কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার স্পেশাল ট্রেন রাত সাড়ে ১০ টায় চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর কথা কিন্তু ট্রেনটি রাত ১২ টা ১০ মিনিটে পৌঁছালে ট্রেনে থাকা ঢাকাগামী তূর্ণা নিশিতা আন্তঃনগর ট্রেনের যাত্রীরা ট্রেনটি মিস করেন। রেলওয়ে কর্তৃপক্ষ তূর্ণা নিশিতা আন্তঃনগর ট্রেন মিস করা যাত্রীদের পর্যটক আন্তঃনগর ট্রেনে করে গন্তব্যে পৌঁছে দেওয়ার ঘোষণা দেওয়ার পরেও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাউন্টারে প্রবেশ করে বুকিং সহকারী গিয়াস উদ্দিনকে গালাগালি এবং এক পর্যায়ে ট্রেন মিস করা ৩০—৩৫ জন যাত্রীরা তাকে মারধর, কাউন্টার ভাংচুর ও অমানবিক নিষ্ঠুর নির্যাতন করেন। অথচ পরবর্তীতে ট্রেন মিস করা যাত্রীরা ঠিকই পর্যটক আন্তঃনগর ট্রেনে করে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির বলেন, কাউন্টারে প্রবেশ করে বুকিং সহকারীকে নির্যাতন করলেও রেলওয়ে কর্মকর্তারা সন্ত্রাসী যাত্রীদের বিচারের আওতায় আনতে গ্রেফতার করতে পারেনি।
অন্য দিকে যাত্রীর ঠুনকো অভিযোগ এবং ৪ লক্ষ টাকার অনৈতিক দাবি পূরণ না করায় ঢাকা স্টেশনের চার জন বুকিং সহকারীকে অন্যায় ভাবে খুবই সুন্দর করে বদলী করতে দেরি করেনি রেলওয়ে কতৃর্পক্ষ।কতৃর্পক্ষের এহেন দিমুখী আচরণের কারণে যাত্রীবেশী দুবৃত্তদের দ্বারা রেলওয়ে কর্মচারী নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়ছে।রেলওয়ে কতৃর্পক্ষের কারণেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যাত্রীরা রেল কর্মচারী নির্যাতনে উৎসাহিত হচ্ছে।
গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মোঃ আতিক থানা বেলাবো জেলা নরসিংদী তিনি ঢাকা স্টেশনে ১৬ নম্বর টিকিট কাউন্টার এর দায়িত্বরত বুকিং সহকারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে বিশৃঙ্খলা এড়াতে আরএনবি তাকে সরিয়ে দিলে উক্ত যাত্রী ঢাকা ডিসিও মহোদয়ের নিকট মিথ্যা, বানোয়াট ও অতিরঞ্জিত একটি অভিযোগ করেন এবং স্টেশন ম্যানেজারের মাধ্যমে চার লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। উক্ত অভিযোগকারীর অন্যায় দাবি পূরণ করতে না পারায় ৮ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পার্সোনেল অফিসার মোঃ খায়রুল করিম স্বাক্ষরিত এক আদেশে ঢাকা স্টেশনের চার জন বুকিং সহকারী যথাক্রমে ইদ্রিস আলী, নুরুন্নাহার, মোঃ আতিকুর রহমান, আনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে।
এ ধরনের বদলী যাত্রী কর্তৃক রেলওয়ে কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ করতে এবং যাত্রী কতৃর্ক রেলওয়ে কর্মচারী নির্যাতনকে উৎসাহিত করছে।ঠুনকো অভিযোগে বুকিং সহকারীদের বদলীকে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি তাদের প্রতি অন্যায় বলে মনে করছে।
রেলওয়ে কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হলে তাদের পরিবারের সদস্যরা সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং অন্যদিকে গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে খুলনা থেকে ঢাকাগামী ৭৬৩ চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ৫ টা ৩০ মিনিটে জয়দেবপুর স্টেশনে পৌছালে বিনা টিকিটের যাত্রীরা এসি বগিতে উঠতে চাইলে দায়িত্বরত এটেনডেন্ট দীপক মন্ডল বাধা দিলে যাত্রীরা তাকে কিল ঘুষি এবং লাথি মেরে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং গত ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দেওয়ানগঞ্জ বাজার অভিমুখী ৭০৭ তিস্তা এক্সপ্রেস ট্রেনের দায়িত্বরত ময়মনসিংহ এর টিটিই বিজয় মিত্র বিনা টিকিটের যাত্রীদের দ্বারা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছে।কিন্তু এখন পর্যন্ত রেলওয়ে কতৃর্পক্ষ কর্মচারীদের নির্যাতনকারী যাত্রীদের বিরুদ্ধে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করতে না পারলেও একজন যাত্রীর মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগে ঢাকা স্টেশনের চারজন বুকিং সহকারীকে বদলী করেছেন।
বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির চট্টগ্রাম রেল স্টেশনে বুকিং সহকারী নির্যাতনকারী যাত্রীবেশী দুর্বৃত্তদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং অন্যায়ভাবে ঢাকা রেল স্টেশনের বুকিং সহকারীদের বদলীর আদেশ প্রত্যাহার করার আহ্বান জানান।
বার্তা প্রেরক,(মোঃ আলমগীর হোসেন)দপ্তর সম্পাদক,বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি