মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
28 Dec 2024 12:50 am
৭১ভিশন ডেস্ক:- [ঢাকা, ২৮ অক্টোবর ২০২৪] গত শুক্রবার (২৫ অক্টোবর) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স (কেআইবিসি) মিলনায়তনে অনুষ্ঠিত হল ‘উৎস সন্ধ্যা ২০২৪।’ বিশেষ এ সংগীত সন্ধ্যায় জনপ্রিয় শিল্পী ঋতুরাজ বৈদ্য, সানজিদা মাহমুদ নন্দিতা ও মাশা ইসলামের গানের পরিবেশনায় শ্রোতারা হারিয়ে যান সুরের এক অনন্য ভুবনে।
প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য তহবিল সংগ্রহ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অসহায় ও অবহেলিত শিশু-কিশোরদের জীবনের মানোন্নয়নে ভূমিকা রাখার উদ্দেশ্য নিয়ে এ সংগীত সন্ধ্যার আয়োজন করে তৃণমূল পর্যায়ের কমিউনিটি-ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান উৎস বাংলাদেশ। তহবিল সংগ্রহে বার্ষিক এ আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন পৃষ্ঠপোষক, বিভিন্ন পর্যায়ের সমাজসচেতন মানুষ ও সংগীতপ্রেমীরা। আয়োজনে অংশ নেয়ার মাধ্যমে তারা একটি মহৎ উদ্দেশ্যপূরণের যাত্রায় শামিল হন; কেননা, অনুষ্ঠানে প্রতিটি টিকেট বিক্রির অর্থ সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা, আশ্রয় এবং সঠিক যত্ন নিশ্চিতে ভূমিকা রাখবে।
এ সংগীত সন্ধ্যার আয়োজন নিয়ে উৎস বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহমুদা মাহবুব লীনা বলেন, “এ আয়োজন কেবলমাত্র সংগীত সন্ধ্যাই ছিল না; এ আয়োজন আশা ও স্বপ্নপূরণের বার্তা নিয়ে এসেছে। আমরা এমন একটি পৃথিবী গড়ার স্বপ্ন দেখি, যেখানে প্রতিটি শিশু যত্নে বড় হবে। আমরা অনুষ্ঠানে আগত সকল অতিথি, শিল্পী, অনুষ্ঠানের স্পনসর ও পার্টনার সহ এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ। সবার সমবেত প্রচেষ্টা এ আয়োজনকে সফল ও অর্থবহ করে তুলতে ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে পরিবেশিত প্রতিটি গান সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মৌলিক অধিকার নিশ্চিতের ক্ষেত্রে আমাদের লক্ষ্যপূরণের আরও কাছে নিয়ে গেছে।”
এই সন্ধ্যার টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ উৎস বাংলাদেশের পরিচর্যায় থাকা শিশু-কিশোরদের কল্যাণে ও সংস্থাটির বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগ সামনে এগিয়ে নিয়ে যেতে ব্যয় করা হবে।
এ বছর উৎস সন্ধ্যা আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে ছিল ওয়ান ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস; এবং পার্টনার হিসেবে ছিল: এঅ্যান্ডই, এবি ব্যাংক, এবিসি রিয়েল এস্টেট, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এপেক্স, বার্জার, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, ড্যান কেক, ডিবিএইচ, ঢাকা ব্যাংক, এবাদি (এইচ), আইডিএলসি, ইফাদ, আইপিডিসি, ইস্পাহানি, লংকাবাংলা, এমটিবি, নভোএয়ার, পদ্মা অ্যাপারেলস, পোলার, প্রাইম ব্যাংক, রেকিট, রানার, ইউনিলিভার এবং ঊর্মি গ্রুপ।
এ অনুষ্ঠানে আয়োজন অবদান রাখার জন্য সবার প্রতি কৃতজ্ঞ উৎস বাংলাদেশ। তাদের সহায়তায় প্রতিটি শিশুর জন্য একটি সুরক্ষিত এবং উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
মনোজ্ঞ এই অনুষ্ঠানটির ইভেন্ট পার্টনার হিসেবে ছিল মঙ্গলদীপ ফাউন্ডেশন, এশিয়াটিক ইএক্সপি, ফোরথট-পিআর, নেভিগেটরস ও ইয়েলো র্যাপটর। টিকেটিং পার্টনার হিসেবে ছিল টিকিফাই।