মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
23 Dec 2024 01:55 am
আপেল বসুনীয়া,নীলফামারী প্রতিনিধি:- " ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী জেলার চিলাহাটিতে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উত্তর চান্দখানা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমন্বিত কৃষি ইউনিট (প্রাণিসম্পদ খাত) এর আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং সেলফ-হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) আয়োজনে উত্তর চান্দখানা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মজিবর রহমানের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্প সহকারী পরিচালক(কর্মসূচি) কৃষিবিদ করিম উদ্দিন, দেবীগঞ্জ শাখার কৃষি কর্মকর্তা মেহবুব উল সহিদ,উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন।অনুষ্ঠানে প্রায় ২০০ জন শিক্ষার্থীকে ডিম খাওয়ানো হয়।