মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
23 Dec 2024 07:29 am
৭১ভিশন ডেস্ক:- ২৮ অক্টোবর ২০২৪ খ্রি.জেলা পুলিশ, বগুড়া'র আয়োজনে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে ১৫.৩০ ঘটিকায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ সংক্রান্ত কর্মশালা ও ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া উক্ত কর্মশালা ও ব্রিফিং অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালা ও ব্রিফিং অনুষ্ঠানে পুলিশ সুপার নিয়োগ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ,নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রার্থী শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test-এ যোগ্য বিবেচিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পাবেন।
তিনি আরও বলেন, যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন; তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগ প্রাপ্ত হবে; বিধায় তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে, এ বিষয়ে সর্তক থাকার জন্য অনুরোধ করেন।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ সহ নিয়োগ কার্যক্রমে সরাসরি নিয়োজিত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।