মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
07 Jan 2025 08:00 pm
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ- রংপুরের পীরগঞ্জে জামায়াতে ইসলামী পীরগঞ্জ শাখার স্মরণকালের বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকাসহ বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীরা যে হত্যাকান্ড চালিয়েছিল সে সব হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সোমবার পীরগঞ্জ উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ দিকে বিক্ষোভ মিছিল শুরুর পুর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ শাখার উদ্যেগে পীরগঞ্জ উপজেলা সদর বাস স্ট্যান্ডে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের রংপুর জেলা মজলিশের সুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাওলানা নুরুল আমিন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান, নায়েবী আমির খায়রুল আমিন পীরগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী মাহবুব হোসেন প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী দ¦ীন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে।আর এ রাজনীতি করতে গিয়ে আওয়ামী দুঃশাসনের আমলে আমাদের দলের অনেক নেতা কর্মী নিহত হয়েছে। যার আজও কোন বিচার হয়নি। বিগত ১৫/১৬ বছর জামায়াতের নেতা কর্মীদের উপর আওয়ামীলীগ যে নির্যাতন চালিয়েছে তা ভোলার নয়।
মহান আল্লাহ শেখ হাসিনাকে তার প্রতিদান দিয়েছেন। শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছেন। এর জন্য আমরা মহান আল্লার কাছে শুকরিয়া আদায় করছি। সভায় বক্তারা আরও বলেন, বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর লীগ বৈঠা দিয়ে সারা দেশে আ’লীগ পৈশাচিক ভাবে যে হত্যাকান্ড চালিয়েছে গোটা দেশ ও বিশ^বাসী তা প্রত্যক্ষ করেছে।হাসিনা সরকার সে হত্যাকারীদের বিচার করেনি।
সভায় সে সময়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতি আহবান জানান।
এ দিকে গতকালের জামায়াতের এ বিক্ষোভ মিছিলটি ছিল স্মরণকালের। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ১০ সহ¯্রাধিক নেতা কর্মীর আগমন ঘটেছিল এ বিক্ষোভ মিছিলে। মিছিলটি উপজেলা সদরে পৌঁছিলে পুরো উপজেলা সদর পরিপুর্ণ হয়ে যায়। বেশ ক’জন গণমাধ্যম কর্মী ও প্রবীণ ব্যাক্তি তাদের মন্তব্যে বলেন ইতিপুর্বে এত বড় মিছিল উপজেলা সদরে কমই হয়েছে ।
মোঃ আকতারুজ্জামান রানা.পীরগঞ্জ,রংপুর