সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
13 Jan 2025 01:22 pm
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:- নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আজিজুর শেখ (২৭) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আজিজুর শেখ (২৭) লোহাগড়া থানাধীন চোর খালির মোঃ আমির শেখের ছেলে।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা জানান, প্রতিনিধি শনিবার (২৬ অক্টোবর) রাতে লোহাগড়া থানাধীন জয়পুর কিংকর বিশ্বাসের বাড়ীর সামনে পাঁকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ খবির হোসেন, এএসআই (নিঃ) মোঃ ছদরুল আলম ও এএসআই(নিঃ) মোঃ মিকাইল হোসেন অভিযান চালিয়ে মোঃ আজিজুর শেখ (২৭)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবির'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।