সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
24 Dec 2024 02:08 am
প্রেস বিজ্ঞপ্তি:- জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র উদ্যোগে ২৭ অক্টোবর ২০২৪ইং রোববার বিকালে পুরান ঢাকা শ্যামবাজার এলাকায় “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি” অনুষ্ঠিত হয়।
জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সহ—সভাপতি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, রাজিব আহমেদ, যুব বিষয়ক সম্পাদক বরকত পাটোয়ারী, জিসফ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শেখ শহীদ, সদস্য সচিব হাইকুল ইসলাম, আলাউদ্দিন, আব্দুল মান্নান, মোঃ শামীম, মোহাম্মদ জাবেদ সহ জিসফ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জিসফ সভাপতি মনজুর রহমান ভূঁইয়া বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের দুর্নীতির কারণে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছিল।স্বজন হারিয়েছিল হাজার হাজার মানুষ। ঢাকা ছাড়াও ডেঙ্গু ছড়িয়ে পড়েছিল সারাদেশে।আমরা আশা করবো জনসাধারণ সচেতন হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার ডেঙ্গু মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে।
বার্তা প্রেরক,এইচ. এম. স্বপন রানা,সাংগঠনিক সম্পাদক,জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম