রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
22 Dec 2024 05:35 pm
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া)ঃ
বগুড়ার শেরপুরে ভিন্নরকম আয়োজনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে শেরপুর উপজেলা যুবদল। ২৭ অক্টোবর রবিবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৭টায় স্থানীয় বিএনিপর কাযালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপন করেন নের্তৃবৃন্দরা। এরপর সকাল ১০টায় উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন এর সভাপতিত্বে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি পিয়ার হোসেন পিয়ার, সিনিয়র যুগ্ম সা: সম্পাদক আলহাজ্ব মাহবুবুল আলম হিরু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, মামুনুর রশিদ আপেল, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম, প্রবাসী কল্যাণ সম্পাদক কায়কোবাদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম নূর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া মাসুদ, সবাইদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহাবুল করীম, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আসিফ, আরিফুজ্জামান, কুসুম্বী ইউনিয়ন যুবদল নেতা সাব্বির জায়দার এবং আবু রায়হান, সদস্য লেলিন, শহিদুল ইসলাম, শাহাদৎ, তুহিন, রাসেল, লিটন, সাইদুজ্জামান সজীব, শিবলু, মানিক, সুমন, শরিফুল প্রমুখ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, চক্ষু শিবির ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি পালন করে শেরপুর উপজেলা ও পৌর যুবদলের নের্তৃবৃন্দরা। ফ্রি মেডিকেল ক্যাম্পের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন স্বনামধন্য চিকিৎসক ডাঃ শাহ আলী, ডাঃ ইকবাল হাসান সানী, ডাঃ মনিরুজ্জামান স্বপন, ডাঃ ফাওজিয়া নুসরাত মিম, চক্ষু ডাঃ শফিউল্লাহ, ডাঃ মোহাম্মদ, ডাঃ তারেক, ডাঃ রাজু সহ প্রায় ১৫ জন সিকিৎসক।