রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
24 Dec 2024 05:13 am
ইয়ামিন হোসেন:-দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘ বছরের স্বপ্ন ভোলা-বরিশাল সেতু, আওয়ামীলীগ সরকারের স্বৈরাচারীত্বে দক্ষিণাঞ্চলের মানুষ বঞ্চিত হয় এ সেতু থেকে।
আওয়ামীলীগের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ তিনটি জাতীয় নির্বাচনী প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার জন্যই এ সেতু বাস্তবায়ন হয়নি বলে সূত্রে জানা গেছে।
অবশেষে সেতু বাস্তবায়নে ভোলার বিভিন্ন উল্লেখযোগ্য উন্নয়নে অবদান রাখা বিডিএফ এর উদ্যােগে, ২৬শে অক্টোবর বিকালে ঢাকা পুরানা পল্টনে ইসলাম এস্টেট ভবনের ৫তলায় এনসিওর লেক সিটির হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় সর্বসম্মতিক্রমে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি (প্রস্তাবিত) নাম রাখা হয়।কমিটিতে ওবায়েদ বিন মোস্তফা কে প্রধান করে ৭ সদস্য ও এম জহিরুল ইসলাম কে প্রধান করে ৪ সদস্য উপদেষ্টা কমিটি করা হয়।
উক্ত কমিটি ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটিতে ভোলা ও বরিশালের বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তিদের নিয়ে সেতু বাস্তবায়নে কাজ করবে।
সভায় সাবেক যুগ্ম-সচিব মোঃ আবদুল ওহাব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপসচিব জাকির হোসেন বাচ্ছু,মশিউর রহমান, শিক্ষা ক্যাডার ফেরদাউছুর রহমান, ইসলামী আন্দোলন এর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, মিজানুর রহমান,এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউল জামান, অর্থ মন্ত্রণালয়ের কমকর্তা কামরুল হাসান, শরীফ উদ্দিন আহমেদ, সাবেক ব্যাংক কমকর্তা রিয়াজ হাসান (বরিশাল),
জাকির হোসাইন,প্রকৌশলী আবু তৈয়ব আনসারী,আকতার হোসেন মহিন, নূর মোহাম্মদ, মোঃ হেলাল উদ্দিন, ব-দ্বীপ ফোরাম এর প্রতিষ্ঠাতা মীর মোশাররফ অমি, মোঃ সালাউদ্দিন,নিরব হোসেন রানা,পারভেজ রনি, ফজলে আমিন,জিনান মাহমুদ, সাংবাদিক ইয়ামিন হাওলাদার (ভোলা), শিক্ষক ইব্রাহীম খলিল, মিনহাজ রশিদপ্রমুখ।