রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
23 Dec 2024 02:13 am
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধি:-নোয়াখালীর সেনবাগের ৯নং নবীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার বিকেলে গোপালপুর সরকারী বিদ্যালয়ের এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
নবীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফখরুদ্দিন দিদার সঞ্চালনায় এবং সভাপতি মাওলানা জিয়াউল হক বাবুল এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা কমিটির সদস্য, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মুহতারাম মাওলানা আলা উদ্দিন ।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ-সোনাইমুড়ি আংশিক আসনের প্রিয় নেতা, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ,সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইয়াছিনুল করিম,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা নুরুল আবছার,সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হুদা মিলন সহ প্রমুখ।
এ সময় উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।