শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
07 Jan 2025 03:05 am
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জোবায়দা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিন উপলক্ষে এক ব্যক্তিকে পবিত্র হজ্বের টিকিট দেওয়া হয়েছে।
শুক্রবার গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিনামূল্যে এই টিকিট দেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. নাহিদুজ্জামান নিশাদ।
এবার হজের টিকিট পেয়েছেন সাঘাটা উপজেলার বগারভিটা গ্রামের আজিজুল হক। প্রতি বছর জাইমার জন্মদিনে অন্তত একজনকে এভাবেই হজ্বের টিকির প্রদানের ঘোষণা দেন নিশাদ।একই দিন নাহিদুজ্জামান নিশাদের উদ্যোগে সাঘাটা থানার জুমারবাড়িতে এক মাদ্রাসায় প্রায় চার শতাধিক এতিম ও কোরআনের পাখিদের খাবার খাওয়ানো হয়।
বিতরণ করা হয় শীতবস্ত্র।এ সময় বিএনপির নানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।