শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
30 Nov 2024 05:54 am
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জানে আলম খোকার বহিস্কাদেশ প্রত্যাহার দাবিতে মালিক শ্রমিক ও ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলা মালিক-শ্রমিক যৌথ কমিটির উদ্দ্যোগে ওই শ্রমিক ও ছাত্র-জনতার সমাবেশে মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি আরিফুর রহমান মিলন এর সভাপতিত্বে ধুনটমোড়স্থ পৌর টার্মিনালে অনুষ্ঠিত সমাবেশে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র কমিটির প্রধান উপদেষ্ঠা শেরপুর-ধুনটের গণমানুষের নেতা আলহাজ্ব জানে আলম খোকা। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শেরপুর মালিক-শ্রমিক যৌথ কমিটির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল ইসলাম শিরু।
বগুড়া জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির সঞ্চালনায় ওই সমাবেশে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা, শেরপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু, বগুড়া জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু রায়হান আজাদ, জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ, শেরপুর ধুনট বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি শওকত খন্দকার ও সাধারন সম্পাদক রাজু মোল্লা, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসমত আলী, সাধারণ সম্পাদক গোলজার রহমান, উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোন্নাফ আকন্দ, অটোটেম্পু-অটোরিক্সা মালিক সমিতির সভাপতি নাজমুল হক, উপজেলা ছমিল মালিক সমিতির নেতা আব্দুল লতিফ সরকার, অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মাহুমুদুল হাসান লিটন, ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি নূরে আলম শাকিল, সাধারণ সম্পাদক শাহ কিরন, শ্রমিক নেতা শাহ কিরণ, ইউসুফ আব্দুল্লাহ হারুন, মুসলিম উদ্দিন, এনামুল ইসলাম জিন্নাহ, বদিউজ্জামান বদি শ্রমিক নেতা হোসেন আলী ধুল্যা, নিলু ফকির প্রমুখ।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মোনাজাত এবং সেইসঙ্গে জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও উপেজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জানে আলম খোকার বহিস্কার আদেশ প্রত্যাহার করার জন্যও দলীয় হাই কমান্ডের নিকট জোর দাবি জানিয়েছেন জানানোর পাশাপাশি সমাবেশে মালিক শ্রমিক শ্রমিকদের বৈষম্য দূর করার জন্যও আহবান জানানো হয়। এতে দশ হাজারের অধিক নেতাকর্মী অংশ নেন।