শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
22 Nov 2024 03:57 am
৭১ভিশন ডেস্ক:- আগামী জাতীয় নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যে না হলে দলের নেতাকর্মীরা বসে থাকবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।তিনি বলেন,‘আমরা চাই জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে সংসদ ও সরকার গঠন করবেন।এটাই ছিল বিপ্লবের মূল বিষয়।’
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘জাতি অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য তার দল সরকারকে একটি যৌক্তিক সময়সীমা দেবে। সেই সময় পেরিয়ে গেলে তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের বিএনপি নিশ্চয়ই ঘরে বসে চিনাবাদাম চিববে না। আগামীতে বাস্তবতার নিরীখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
’বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেন,‘সরকার কী করে, তা তারা কিছুদিন পর্যবেক্ষণ করা হবে।এরপর আমরা অতীতে যা করেছি তা করব।মৃত্যু পরোয়ানা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।মৃত্যুর জন্য প্রস্তুত থাকা অবস্থায় আমাদের কাউকেই হত্যা করা যাবে না।
কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে গয়েশ্বর বলেন, ‘কিছু দল এমন কিছু কর্মকাণ্ড করছে যে, তারা ভাবছে তারা ক্ষমতায় আসছে।এতে কোনো সন্দেহ নেই যে তারা নিপীড়িত, কিন্তু তারা দেশ স্বাধীন করেনি..আমরা করেছি।বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি দেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দেশ স্বাধীন করে।তিনিও গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক ব্যক্তিত্ব।’
ছাত্রলীগ নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, যা সাহসী পদক্ষেপ।এতে আমাদের আপত্তি নেই, তবে আপনি যে পদক্ষেপই নিন না কেন, সম্ভাব্য পরিণতিগুলো বিবেচনা করুন।’
কালের কণ্ঠের