শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 07:11 pm
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর)প্রতিবেদক:-অন্তর্বতীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করায় দিনাজপুরের হাকিমপুরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে পৌরশহরের বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়।মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হিলি চার মাথায় পথসভা করে মিষ্টি বিতরণ করে।
পথসভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল,উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন।বক্তব্যে বক্তারা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানায়।
এসময় উপজেলা ও পৌর বিএনপির সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।