বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
23 Dec 2024 12:47 pm
(সংবাদ বিজ্ঞপ্তি);- ঢাকা- ২৩ অক্টোবর, বুধবার, ২০২৪।প্রশাসনকে বিকেন্দ্রীকরণ এবং রাস্ট্রীয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন।আজ উপজেলা দিবস।কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত উপজেলা ব্যবস্থার প্রবর্তক প্রয়াত পল্লীবন্ধু'র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতীয় ছাত্র সমাজের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক মারুফ আহমেদ তালুকদার প্রিন্স,সদস্য সচিব মোঃ আরিফ আলী,সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান রেজা,ছাত্রনেতা মাহমুদ তপু, মোঃ ইউসুফ আলী,তাহমিদুল হক প্রতিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন - জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম ও জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক হাবিব খান ইসমাইল।
বার্তা প্রেরক :-(মাহমুদ আলম)যুগ্ম দফতর সম্পাদক,জাতীয় পার্টি।