বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
26 Dec 2024 01:09 am
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:-কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও অন্যায় সাজা প্রত্যাহারের দাবীতে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে যানবাহনে কুড়িগ্রাম আদর্শ মসজিদের ডিগ্রী কলেজ প্রাঙ্গণের সামনে কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থক জমায়েত হয়।পরবর্তীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা।সমাবেশ মিছিলে প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।
বুধবার ২৩ অক্টোবর সকালে কুড়িগ্রাম মজিদা আদর্শ কলেজ হতে মিছিলটি বের পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে জেলা প্রশাসক চত্বরে জনসভা করে। শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতারা।
মিছিলটি নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সাইফুর রহমান রানা।কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রবিউল আলম সৈকত শাহীন শেখ রঞ্জু,সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মাজেদুল ইসলাম তারাসহ অনান্য নেতাকর্মীরা।বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের হলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার না করা ও দেশে আসার প্রতিবন্ধকতা দুর করতে এই বিক্ষোভ মিছিল করেন বিএনপি'র নেতাকর্মীরা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সাইফুর রহমান রানা বলেন,আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও অন্যায় সাজা বাতিল করে দেশে ফিরিয়ে আনা হোক।আমরা পত্রিকায় দেখেছি এখনো তার নামে ৮০ টি মামলা রয়েছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে অন্তবর্তিকালীন সরকারের প্রতি উদ্বত আহবান জানান তিনি।