সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
24 Dec 2024 11:48 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে সোমবার কাহালু উপজেলা প্রসাশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত দিবস/২৪ইং উপলক্ষে এক র্যালী বের করে।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারি প্রকৌশলী কাশফুন নাহার, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নুর-নবী, বিয়াম ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ রাইসুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
র্যালী শেষে কাহালু বিয়াম ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজ চত্বরে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রশিক্ষণ দেওয়া হয়।