সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
09 Jan 2025 02:21 pm
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর) প্রতিবেদক:-দিনাজপুরের হিলিতে হাকিমপুর মহিলা কলেজে সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষ মিষ্টিমুখ করালেন কলেজ কর্তৃপক্ষ।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে মহিলা কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ফেরদৌস রহমান।
এসময় মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যত শিক্ষা জীবনের উপরে নানা বক্তব্য দেন অতিথিবৃন্দ। আগামীতে আরো ভালো ফলাফল করায় প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষকরা।
এসময় সহকারী অধ্যাপক এসএম হায়দার আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইরফান আলী, সহকারী অধ্যাপক শাহিনুর ইসলাম শাহিন মন্ডল, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম লাবুসহ অনেকে।
এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে ১৪২ জন ছাত্রী অংশগ্রহণ করে কৃতকার্য হয় ১১৬ জন যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২ জন আর পাশের হার ৮১.৬৯।