সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
23 Dec 2024 08:44 pm
৩৬শে জুলাইয়ে গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এক দল তরুণ নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে জাস্টিস ফর জুলাই প্লাটফর্মে।“জাস্টিস ফর জুলাই” এর কেন্দ্রীয় কমিটি থেকে শনিবার (১৯ অক্টোবর) বগুড়া জেলা কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় কমিশন গঠনের মাধ্যমে জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের হত্যার বিচার এবং আহতদের পুনর্বাসন’সহ ৭দফা দাবি নিয়ে নাগরিক আন্দোলন হিসেবে যাত্রাশুরু করে “জাস্টিস ফর জুলাই” প্ল্যাটফর্ম।সারাদেশের ন্যায় বগুড়াতেও একটি সক্রিয় কমিটি গঠনের লক্ষে তারা এ কমিটি গঠন করেন।
সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ’কে আহ্বায়ক ও এ. এম. জেড. শাহরিয়ার’কে সদস্য সচিব করে ৪৭ জনের একটি কমিটি গঠন করে ‘জাস্টিস ফর জুলাই’।
কমিটিতে আরও যারা রয়েছে-
যুগ্ম আহবায়ক: আব্দুল্লাহিত তাকি, মিদুল হোসেন, টি.এম.এ মামুন, ডা: রুশোয়াত বিন ফেরদাউস আলভী। সহকারী সদস্য সচিব:
জিয়াউর রহমান, এডভোকেট তাওফিকুর রহমান, মো : আজমীর হাসান, এডভোকেট ইজাজ আল ওয়াসী জ্বীম, আবদুল্লাহ আল সানী, গোলাম রব্বানী রোমান, মতিউর রহমান মল্লিক, সুলতানা আখতার।
সদস্য: বামো: শহিদুল ইসলাম, মো: নুরুল ইসলাম, মো: হুমায়ুন কবির, আহমাদ সোহাইল, মো: খায়রুল ইসলাম, মোস্তফা শওকত, রেদওয়ানুল হক রাফি, শাহরিয়ার আহমেদ সেতু, মো: আতাউর রহমান, মো: মাহফুজুল হক, ওয়াসিউল মান্নান অন্তর, শওকত ইমরান, মোহাম্মাদ আলী সিদ্দিক, মাহবুব হাবিব, সহিদুল ইসলাম, মো: মাহবুবুর রহমান, হুমায়ুন কবির হিমু, শাহাদাত হোসাইন, সাংবাদিক ইশা খাঁ, সারিয়া তাসনিন, তুহিন বাবু, মাহমুদুল হাসান, মোঃ আব্দুল কাদের, তানজিলা আক্তার, নূর মুহাম্মদ যুবাইর, মোঃ জুয়েল রানা, মো: কামরান হাসান, গোলাম মোস্তফা, মো আব্দুল্লাহিল কাফি, মোহাম্মদ আসলাম, মাসউদ খন্দকার, মোঃ দুলাল হোসেন, আল মোক্তাদির রিফাত।
খবর বিজ্ঞপ্তির
বার্তা প্রেরক,মোঃ আব্দুল ওয়াদুদ,আহবায়ক ,জাষ্টিস ফর জুলাই