সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
02 Jan 2025 01:10 am
রাকিবুর রহমান রকিব,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:-ভাষা আন্দোলনের সিপাহসালার ও দেশবরেণ্য জাতীয় নেতা অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার সরাইলের শাহবাজপুর প্রথম গেইটে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং বিশেষ অতিথি
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ -সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা।
বিএনপি নেতা মুন্সী আমানুল্লাহ'র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপি জহিরুল হক খোকন,ডেমোক্রেটিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খোকন সেন, জেলা বিএনপির নেতা এড. সফিকুর রহমান সফিক, সরাইল বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাস্টার, নবীনগর বিএনপি নেতা আনিছুর রহমান মঞ্জু, আশুগঞ্জ বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, সরাইল সদর ইউপি চেয়ারনম্যান আব্দুল জব্বার প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মুফতি শহিদুল হক।