রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
25 Dec 2024 09:47 pm
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ-হবিগঞ্জের বাহুবলে আলোচিত তাজুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শুক্রবার দিবাগত রাত ১২টায় বাহুবল উপজেলার রামপুর চা বাগানে ম্যানেজারের বাংলা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আব্দুল হান্নান দৌলতপুর এলাকার আব্দুস শহিদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া শাখার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
শনিবার র্যাবের এক প্রেস ব্রিফিং জানানো হয় যে, বাহুবল উপজেলার ভাদেশর ইউনিয়নের মোঃ তাজুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী আব্দুল হান্নান।ঘটনার পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে রামপুর চা বাগানের ম্যানেজারের বাংলা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে আসামী আব্দুল হান্নানকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ৯ অক্টোবর বুধবার উপজেলার ভাদেশর ইউনিয়নের দৌলতপুর গ্রামে কবরস্থানে জোরপূর্বক ঘাস কাটা ও গরু ছাগল চরানো নিয়ে প্রতিপক্ষের ফিকলের আঘাতে তাজুল ইসলাম নামে একজন মারা যান। এঘটনায় আব্দুল হান্নানকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই।আব্দুল হান্নান বাহুবল সাবরেজিষ্টার অফিসে মহুরী হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছিলেন।মামলা দায়েরের পর আসামীরা আত্মগোপনে চলে যায়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার আব্দুল হান্নানকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।