রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
05 Jan 2025 09:18 am
সংবাদ বিজ্ঞপ্তি:-আজ শনিবার ১৯ অক্টোবর ২০২৪ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো ও পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে ৫ দলীয় বাম জোটের এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য কমানো, সর্বত্র রেশনিং ব্যবস্থা চালু করা, পাচারকৃত টাকা ফেরত আনা, টাকা পাচারকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ৫ দলীয় বাম জোট এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন জোট এর সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র এর সাধারন সম্পাদক বিধান দাস। বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ, সদস্য এলিজা রহমান, সোস্যালিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি কমরেড শাহীন আহমেদ, ন্যাপ ভাসানীর সভাপতি মুফতি তালেবুল ইসলাম ও সমতা পার্টির সভাপতি সামছুল হক প্রমুখ ।
বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার দুই মাসের অধিক সময় ক্ষমতাসীন হলেও আজও পর্যন্ত রাষ্ট্রের সংস্কার সহ কোন কাজে হাত দিতে পারেনি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে গড়ে ওঠা ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে ফেলার কোন কার্যকর উদ্যোগ লক্ষ্য করা যায়নি। বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নিলেও গ্রামীণ ব্যাংকের ৫ বছরের জন্য করমুক্ত কার্যক্রম পরিচালনা করার অধ্যাদেশ জারি করা হয়েছে।
বক্তারা উল্লেখ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায়, ফলে পিটিয়ে মানুষ হত্যাসহ চুরি, ডাকাতির ঘটনা ঘটছে অহরহ। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পাচারকৃত টাকা ফেরত আনার দাবী করে উল্লেখ করেন টাকা ফেরত আনা সহ টাকা পাচারকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। সেই সাথে সংবিধান লঙ্ঘনের অভিযোগে শেখ হাসিনা কে অভিযুক্ত করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়।
বার্তা প্রেরক,হরিশ চন্দ্র রায়,ইনচার্জ, দপ্তর বিভাগ,বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র ও,সদস্য, ৫ দলীয় বাম জোট,কেন্দ্রীয় পরিচালনা কমিটি