রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
24 Dec 2024 12:48 am
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর)প্রতিবেদক:-দিনাজপুরের হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের নবগঠিত কমিটিতে রোমেনা আক্তার মনি সভাপতি ও হামিদা আক্তার ডালিম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এক বছর মেয়াদি ১৩ সদস্যের নতুন এই কার্যকরী কমিটি গঠন করা হয়।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনে এক বিশেষ সাধারণ সভায় নারী উদ্যোক্তার সাবেক সাধারণ সম্পাদক রোমেনা আক্তার মনির সভাপতিত্বে উপস্থিত সকল নারী উদ্যোক্তার সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
১৩ সদস্যের নতুন কমিটিতে রোমেনা আক্তার মনি সভাপতি ও হামিদা আক্তার ডালিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন, সহ সভাপতি ফেরদৌসী মনি, যুগ্ন সাধারন সম্পাদক মনিরা বেগম, সাংগঠনিক সম্পাদক নাজমুন নাহার, কোষাধ্যক্ষ সানজিদা চৌধুরী, প্রচার সম্পাদ নওশিন জাহান (নিশি),দপ্তর সম্পাদক দেলোয়ারা আনছারী।
কার্যকারী সদস্য হলেন, নাহিদ আক্তার নিশা, নুসরাত জাহান আঁখি,শাপলা শারমিন,সেলিনা আহমদ ও আরমিন আক্তার (পলি)।