রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
15 Jan 2025 10:57 pm
স্টাফ রিপোর্টার:- বগুড়ায় নিশিন্দারা ইউনিয়ন জামায়াতের যুব সমাবেশ শুক্রবার বাদ মাগরিব চাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আমীর লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর মাও: আব্দুল হালিম বেগ।
বিশেষ অতিথি ছিলেন শহর সহকারী সেক্রেটারী নাসির উদ্দিন, ঘোড়াধাপ সাংগঠনিক থানা আমীর মাও: হেদায়েতুল ইসলাম, আবু রায়হান,আব্দুল হালিম প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন যালিম জেকে বসেছিল।যুব সমাজ রক্ত দিলেই যালিম হটিয়েছে।যুবকরা এগিয়ে আসলে দেশে কুরআনের আইন চালু হবে।কুরআন দিয়ে দেশ চললেই দেশ একটি কল্যাণমুখী রাস্ট্রে পরিণত হবে।