শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
24 Dec 2024 01:34 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পশ্চিম শাখার সাবেক আমীর ও কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী বলেছেন, যারা আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে পরিচালনা করে না তারা জালিম, তারা ফাসেক, তারা মোনাফেক। সমাজে রাষ্ট্রে দূর্নীতি, ঘুষ, হত্যা, সন্ত্রাস বন্ধ করতে হলে আল্লাহর দেয়া জীবন বিধান আল-কোরআন নির্দেশিত ও মহানবী হয়রত মুহম্মাদ (সাঃ) প্রদর্শিত পথে চলতে হবে। আর এই পথে চলতে গিয়ে যুগে যুগে নবী রাসুল ও সাহাবায়ে কেরাম, প্রকৃত আল্লাহ বান্দা কোরআন প্রেমী মুসলমানরা জালিম, খোদাদ্রহী শাসকদের নির্মম অত্যাচারের শিকার হয়েছেন এবং বর্তমানেও হচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর তার বাহিরে নয়। দীর্ঘ সাড়ে ১৫ বছর যাবত জামায়াতে ইসলামীর ভাইরেরা সহ কোরআন প্রেমী মানুষ চরমভাবে জালিম শাসকের জুলুমের শিকার হয়েছেন। তারপরও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ঘরে বসে থাকেন নি। তারা এদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিনত করতে জীবন বাজী রেখে কাজ করে যাচ্ছে। এখন সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে কোরআন ও রাসুল প্রেমীকদের জামায়াতের পতাকাতলে সমাবেত হয়ে ইসলামী তথা কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য কাজ করতে হবে।
শনিবার সকালে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কিশোষ (বিষলাল বটতলায়) ভাটরা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাটরা শাখার সভাপতি একরামুর রেজা (টুকু)।
উক্ত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখার আমীর মো. আনোয়ারুল হক, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মন্ডল।
সুধী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওঃ রুহুল আমিন যুক্তিবাদী।