শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
24 Dec 2024 02:18 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার সন্ধ্যায় বগুড়ার কাহালু পৌর এলাকার সারাই গ্রামের মৃত রইচ উদ্দিনের পুত্র আব্দুল কাদেরের কলার গাছ গরুর বাচুর খাওয়াকে কেন্দ্র করে মারপিটে হিন্দু সম্প্রদায়ের ৩ মহিলাকে গুরুতর আহত করে তাদেরকে আটকে রাখে। আব্দুল কাদের শ্রীমতি ঠান্ডা রানিকে চর থাপ্পর মারার সাথে সাথে তার পুত্র সুমন ও মামুন ঠান্ডা রানি সহ আরও ২ মহিলাকে বেধড় মারপিট করে গুরুতর আহত করেন।
আহতরা হলেন সারাই গ্রামের শ্রী যতিনের স্ত্রী শ্রীমতি ঠান্ডা রানি (৭০), শ্রী রতনের স্ত্রী শ্রীমতি বিথি (৪০) ও শ্রী বাবুলীর স্ত্রী শ্রীমতি প্রীতি (৩২)।
মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে যান জামায়াতনেতা ও কাহালু পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইব্রাহীম আলী বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার অফিস সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিনকে খবর দিলে প্রভাষক আব্দুল মোমিন সহ বেশ কিছু জামায়াতনেতা আহতদের বাড়ীতে গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু পৌর শাখার সেক্রেটারী ও সাবেক পৌর কাউন্সিলর হাফেজ নজরুল ইসলাম সাইফুল, জামায়াতনেতা আলহাজ্ব ফখরুল ইসলাম, জামায়াতনেতা ও সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম (কুদ্দুস), জামায়াতনেতা আবুল কালাম সহ অন্যান্য জামায়াতনেতৃবৃন্দ।
কাহালু থানার এস আই মাসুদ করিম জানান, মারপিটের ঘটনায় থানায় তারা অভিযোগ করার জন্য এসেছে। অভিযোগ পাওয়ার পর আমরা আইনগত ব্যবস্থা নিবো।