বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
22 Nov 2024 02:27 pm
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ-রংপুরের পীরগঞ্জে মাঠজুড়ে সবুজের সমারোহের সাথে আগাম জাতের পাকা ধান বাতাসে দোল খাচ্ছে। আগাম জাতের কৃষি মাঠে ধান পেকে গেছে পীরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নের প্রত্যন্ত পল্লীতে। কিছু কিছু ধান ক্ষেতে সোনালী রঙ ধরেছে। আগাম জাতের ধানের ফলন আর কৃষি মাঠে পাকা ধানের মৌ ঘ্রাণে চারিদিক বিমোহিত। এজন্য হাসি ফুটেছে চাষিদের মুখে।
চলতি মওসুমে পোকামাকড়ের বালাই অনেকটাই কম। ধান অসময়ে ফলনের কারণে উপজেলার অনেক কৃষকদের মধ্যে আগাম জাতের ধান চাষের বেশ আগ্রহ দেখা দিয়েছে।উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় ব্রি ধান ৭১, ব্রি ধান ৭৫, বিনা ধান ১৭, বিনা ধান ৭, ব্রি ধান ৮৭ এবং হাইব্রিডসহ ১২ টি জাতের ধান এবছর ৭ হাজার ৫ শ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। ইতিমধ্যে আগাম জাতের ধান কাটতে শুরু করেছে কোন কোন চাষী। কৃষি পল্লী এলাকা ঘুরে ধান চাষিদের সাথে কথা হলে তারা বলেন,কম সময়ে ফলন বেশি এবং কম খরচে আগাম জাতের ধান রোপণ করে ভালো ফলন পাবার সফলতার মুখ দেখছেন অনেক কৃষক।
আগাম ধান কেটে সঠিক সময়ে সরিষা এবং সবজি চাষ করা হবে। অবশ্য অনেকেই ধারণা করছেন এবার আগাম জাতের ধানের ফলন অনেক ভালো হবে। ধান চাষি বড় আলমপুর গ্রামের সুরুজ আলী,বাসুদেবপুরের মিনজি মার্ডি,অনন্তরামপুর গ্রামের আলী হোসেন বলেন,তারা প্রতিবছর আগাম জাতের ধানের চাষাবাদ করে থাকেন। বৃষ্টি পানির অপেক্ষায় না থেকে সেচ পাম্পে পানি সেচ দিয়ে এই ধানের চাষ করে চাষাবাদ করেন। তারা ইতিপূর্বেও লাভবান হয়েছে। এতে করে ধান কাটা শ্রমিকের সংকট হয়না। গো-খাদ্য খড় ব্যবসায়ীরা জমি থেকে ধান কাটা মাড়াই করে ঘরে উঠিয়ে দেয়। তাছাড়া নতুন ধানের চাল বাজারেও অনেক চাহিদা রয়েছে। এসব ধান কেটে দ্রæত তেলজাতীয় ফসলের আবাদ করতে পারবে তারা। বর্তমানে কৃষকদের মাঝে এ ধান চাষের ব্যাপক চাহিদা বাড়ছে। তবে আগাম জাতের ধানের উপর অনেকটাই শ্রমজীবী কর্মমুখী, তারা শ্রম পরিশ্রমে জমিতে ফসল ফলিয়ে থাকেন। চাষাবাদে কৃষক সফল এবং উপজেলা জমিগুলো সবধরনের ফসল চাষের উপযোগী বলে তারা বলছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকারের সাথে কথা হলে তিনি বলেন,তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বোরো পতিত রোপা আমন শস্য বিন্যাসে সরিষা ফসল চাষাবাদে বিগত বছর থেকেই কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এজন্য স্বল্প মেয়াদী ধানের জমিতের আগাম চাষাবাদ, বৃষ্টির অপেক্ষায় না থেকে সম্পুরক সেচের মাধ্যমে সঠিক সময়ে আমন ধানের রোপন, কৃষকদের প্রশিক্ষণ, মাঠদিবস,কৃষক মতবিনিময় সভায় কৃষকদের উদ্ধুদ্ধ করা হয়েছে।
ফলস্বরূপ একদিক যেমন আগাম রোপা আমন ধান চাষ স্বল্প ও মধ্যমেয়াদি চাষবাস হচ্ছে অপরদিকে উপজেলায় সরিষাসহ তেল জাতীয় ফসলের চাষও বৃদ্ধি পাচ্ছে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি