বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
06 Apr 2025 02:09 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- ভারতের টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন।বুধবার (৯ অক্টোবর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।আরেক শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা টুইটে রতন টাটার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। খবর দ্য ওয়াল ও সংবাদ প্রতিদিন।
সোমবার (৭ অক্টোবর) সকালে হঠাৎ খবর ছড়ায় রতন টাটা হাসপাতালে ভর্তি।কিন্তু এর কিছু পরে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান,সেটা ভুল খবর।তিনি ঠিক আছেন।কিন্তু বুধবার আবার ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম দাবি করে,রতন টাটা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
এর আগে জানা গিয়েছিল,হেলথ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন রতন টাটা।কিন্তু বুধবার বিকেলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করে,রতন টাটা শারীরিক অবস্থা আশঙ্কাজনক।প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, হঠাৎ রক্তচাপ নেমে যাওয়ায় কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যাচ্ছে, রতন টাটার বয়স হয়েছিল ৮৬ বছর।
বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।এজন্য নিয়মিত চেকআপেও থাকতে হতো তাকে।