শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪
01 Feb 2025 11:01 pm
৭১ভিশন ডেস্ক:-বিশেষ মুহূর্তটা জয় দিয়ে রাঙিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলার কীর্তি গড়েছেন তিনি। বাংলাদেশের অধিনায়কের বিশেষ ম্যাচটা নিজের করে নিয়েছেন নাহিদা আক্তারও।
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টি ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন নাহিদা।
রেকর্ডটা গড়তে নাহিদার প্রয়োজন ছিল এক উইকেটের। স্কটল্যান্ডের ব্যাটার ক্যাথেরিন ফ্রেজারকে আউট করে তিন অঙ্ক স্পর্শ করেন বাঁহাতি স্পিনার। ২৪ বছর বয়সী স্পিনারের পরে ৮৪ উইকেট নিয়ে দুইয়ে আছেন সালমা খাতুন।
বাংলাদেশের প্রথম হলেও বিশ্বের ১৪তম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন নাহিদা।
টুর্নামেন্টে সুযোগ থাকছে উইকেট শিকারির তালিকায় নিজেকে আরো ওপরে তোলার। বর্তমানে ১৪৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন পাকিস্তানের অফস্পিনার নিদা দার।
কালের কণ্ঠের