বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
15 Apr 2025 01:15 am
![]() |
সাইফুর রহমান,কুড়িগ্রাম:-কুড়িগ্রামের নাগেশ্বরীতে কুরআন ও হাদিসের আলোকে জাতি গঠনের কারিগর ওলামা মাশায়েখ দের নিয়ে জামায়াতে ইসলামী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪সেপ্টেম্বর ) বিকেলে নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে নাগেশ্বরী ডি এম একাডেমি স্কুল হলরুমে উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সম্মানিত আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ওলামা বিভাগের সভাপতি মোঃ আব্দুল হামিদ মিয়া আলেমদের মধ্যে বক্তব্য রাখেন চন্ডিপুর শরীয়তুল্যাহ জামিয়া ফারুকিয়া মাদ্রাসার মহতামিন মুফতি আব্দুল হান্নান কাসেমীসহ আরো অনেকে, বক্তারা বলেন আলেম সমাজকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।যাহা কুরআন ও হাদিস সমর্থন করে।
সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এই সমাজকে কুরআন ও হাদিসের আলোয় আলোকিত করব ইনশাআল্লাহ। প্রমুখ উক্ত সমাবেশে শতাধিক শিক্ষক ও আলেম ওলামা উপস্থিত ছিলেন।