সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
15 Nov 2024 03:30 pm
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রনিধিঃ
বগুড়ার শেরপুরে জমি-জায়গা নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলায় নারীসহ ৪ জন আহতে হয়েছেন। আহতরা হলেন, গাড়ই গ্রামের মৃত খাদেম তালুকদারে ছেলে আবু বক্কর তালুকদার (৪৮) ও আবু বকর এর ছেলে হীরা তালুকদার (২৪) , সালমা খাতুন ( ৩৮) ও তার পিতা মিজানুর রহমান তালুকদার। ঘটনাটি ঘটেছে ২২ সেপ্টেম্বর সকালে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের গাঁড়ই গ্রামে।
এ ঘটনায় ভুক্তভুগি মোস্তাাফিজার রহমান (জিন্নাহ) তালুকদার ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞ্যাতনামা আরো ২০/২৫ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর থানার সাব-ইন্সপেক্টর শাহাদাত হোসেন । অভিযুক্তরা হলেন, উপজেলার সিমাবড়ী ইউনিয়নের গাড়ই গ্রামের পিতা-মৃত আকমত আলী তালুকদারের ছেলে আফতাব হোসেন তালুকদার (৫৮), দুলাল তালুকদারের ছেলে সোহেল তালুকদার (২৫), পিতা মৃত জালাল তালুকদার এর ছেলে দুলাল তালুকদার (৬০), শফিকুল তালুকদার এর ছেলে সৌরভ তালুকদার (২২), মৃত হোসেন আলীর ছেলৈ হেলাল (৪৮), মৃত নবাব আলীর ছেলে আব্দুল মান্নান (৫৮), গোলাম রব্বানীর ছেলে শাহিন (৩০), মৃত হোসেন আলীর ছেলে শাহ আলী (ঘুটু) (২৫), হারান এর ছেলে তারেক হোসেন (২৮) ও তাজেল (২২), মৃত নবাব আলীর ছেলে হারান (৫৫), শফিকুল ইসলাম এর ছেলে চঞ্চল (২৫), মৃত মকবুলের ছেলে গোলাম রব্বানী (৬০), মৃত আকমত আলী তালুকদারের ছেলে আব্দুর রহমান (পাতা) (৬০)।
অভিযোগ সুত্র ও মোস্তাাফিজার রহমান (জিন্নাহ) বলেন আফতাব তালুকদারের সহিত জমি-জায়গাসহ বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল, গত ৫ই আগষ্ট সরকার পতরেন পর আফতাব তালুকদারের নের্তত্বে বাড়ি ভাংচুর লুটপাট ও পরিবারের লোকজনকে মারধর করলে আমি আদালতে মামলা দায়ের করি। যার পেক্ষিতে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে আমাদেরকে মারপিট করার সুযোগ খুজতে থাকে, এমতবস্থায় ২২ সেপ্টেম্বর সকালে হঠাৎ আমাদের উপর হামলা করলে আবু বক্কর তালুকদারের মাথায় হয় ও তার ছেলে হীরা তালুকদার(২৪) এবং আমার বোন সালমা খাতুন ব্যাপক মারধরের শিকার হয়ে আহত হন। তখন স্থানীয় লোকজন আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করেন ।
এ বিষয়ে অভিযুক্ত আফতাব হোসেন তালুকদার এর সাথে ফোনে যোগাগের চেষ্টা করা হলেও ফোন রিসিফ করেন নি।
এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।