মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
25 Nov 2024 06:11 am
৭১ভিশন ডেস্ক:- একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে রাজধানীর বনানী থেকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটকের পর শাহরিয়ার কবিরকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।
শাহরিয়ার কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ‘নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে’র অভিযোগ করা হয়েছে। ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচির ঘটনায় যে অভিযোগ করা হয়েছে তাতে তার নাম আছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাজনীতিবিদ, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক মন্ত্রী, পুলিশ, সাংবাদিক, আইনজীবী এবং গণজাগরণ মঞ্চের সংগঠকদের নাম রয়েছে ওই অভিযোগে।
পিএনএস