সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
13 Nov 2024 08:46 am
প্রেস বিজ্ঞপ্তি: -
★ এই বিষয়টি নিয়ে অলরেডি উপরের মহল সবাই অবগত এবং কাজ চলমান।
★ অলরেডি জন প্রশাসন সংস্কারের প্রধান হিসেবে ড.মুয়ীদ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে । এর আলোকে একটি বৈষম্য বিরোধী সংস্কার কমিশন গঠন হতে যাচ্ছে শীঘ্রই ।
★ এই কমিশনে সর্বপ্রথম চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ্ ।
★ স্যার বলেছেন যেহেতু পাশ্ববর্তী দেশ সহ অনেক দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ কিংবা এর বেশি তাহলে বিষয়টি অবশ্যই বিবেচনা যোগ্য।
★ আমরা স্যারকে অনুরোধ করে বলেছি যে বিষয়টি নিয়ে যেন স্যার মিডিয়া কিংবা যে কোন মাধ্যমে ব্রিফিং প্রদান করেন।আমরা আরও অনুরোধ করেছি কমপক্ষে একটি স্ট্যাটাস এর মাধ্যমে স্যার যেনো জানিয়ে দেন যাতে সবাই বিষয়টি নিয়ে আশ্বস্ত হতে পারে। স্যার কথা দিয়েছেন খুব শীঘ্রই স্যার এই নিয়ে ব্রিফিং দিবেন ইনশাআল্লাহ্ ।
★ স্যার বলেছেন তোমরা অনেকদিন আন্দোলন করছো । এখন এত ধৈর্য্য হারা হলে চলবেনা । ধৈর্য্য ধর এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে।
আমরা আশাকরি খুব শীঘ্রই চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে সুখবর আসবে ইনশাআল্লাহ্ ।
প্রধান সমন্বয়ক:মুজাম্মেল মিয়াজী,ছাত্র- জন জোট ( students people,s alliance )