রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
25 Nov 2024 09:15 am
৭১ভিশন ডেস্ক:- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব।শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-২। বর্তমানে তিনি আদাবর থানায় আছেন।
আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে র্যাব তাঁকে আদাবর থানায় হস্তান্তর করেছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বলেন, জনপ্রশাসনের সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় মামলা হয় তাঁর বিরুদ্ধে।
সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।
কালের কণ্ঠের