মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
13 Nov 2024 01:06 pm
এসএম সিরাজ বগুড়া :- গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বগুড়া বড়গোলা শাখার উদ্যোগে সোমবার বিকেলে ব্যাংক মিলনায়তনে মসজিদের খতিবদের সাথে মতবিনিরময় সভা অনুষ্ঠিত হয়।ব্যাংকের শাখা প্রধান ও এভিপি তৌহিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শাখা প্রধান ও এসভিপি মো: আবজাল হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজার অপারেশ,মুফতি মাও: মনোয়ার হোসেন,মাও: আব্দুল বারী রশিদি,মো: মুস্তাকিম হুসাইন, মাও:এমদাদ হোসেন জিহাদী, মাও: আবু হুরায়রা, মাও: আনিসুর রহমান, মাও: আমিনুল ইসলাম শামীম,মাও: মেহেদী হাসান, মাও:জহুরুল ইসলাম জিহাদী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান আলী আযম।গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বগুড়া বড়গোলা শাখার উদ্যোগে সোমবার বিকেলে ব্যাংক মিলনায়তনে মসজিদের খতিবদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।